These are the chords for Behula by Shunno on Piano, Ukulele, Guitar, and Keyboard
Bm ভাগ্য আমায় ছোবল মারে Em রক্তে বিষের জ্বালা, Bm A তুমি আমার আন্ধার রাতে D Bm একশ তারার মালা। Bm তোমার আমার এই কাহিনী Em হাজার বছর ধরে, Bm A ভালোবাসার গান শোনাবে D F#7 প্রাচীন কোনো সুরে। Bm ও বেহুলা Em D আমি মরলে আমায় নিয়ে A Bm ভাসাইও ভেলা। (২) Bm ছাইড়া গেল স্বজন সুজন Em তুমি তবু পাশে, Bm A তোমার মতন এমন করে D Bm আর কে ভালোবাসে। Bm তোমার কায়া বড় মায়া Em বটের ছায়া চোখে, Bm A আগলে রাখো বন্ধু আমায় D F#7 এই দুনিয়া থেকে। Bm ও বেহুলা Em D আমি মরলে আমায় নিয়ে A Bm ভাসাইও ভেলা। (২) Bm কালোমেঘে ডুবলো আকাশ Bm বজ্র হানাহানি, Bm আকাশ জানে তোমায় ভালো A Bm বাসি কতখানি। Bm কালোমেঘে ডুবলো আকাশ Bm বজ্র হানাহানি, Bm আকাশ জানে তোমায় ভালো G Bm বাসি কতখানি। Bm ও বেহুলা Em D আমি মরলে আমায় নিয়ে A Bm ভাসাইও ভেলা। (২)
Check out Musical Tips from our BLOG
Master all Chord Shapes easily with our Guitar and Ukulele Chord Tab Generator
Leave a Reply