CHORDS: Shunno – Behula Chords on Piano & Ukulele

These are the chords for Behula by Shunno on Piano, Ukulele, Guitar, and Keyboard
Bm
ভাগ্য আমায় ছোবল মা‌রে
Em
র‌ক্তে বি‌ষের জ্বালা,
Bm       A
তু‌মি আমার আন্ধার রাতে
D          Bm
একশ তারার মালা।
Bm
‌তোমার আমার এই কাহিনী
Em
হাজার বছর ধ‌রে,
Bm       A
ভা‌লোবাসার গান শোনা‌বে
D          F#7
প্রাচীন কোনো সু‌রে।
     Bm
ও‌ বেহুলা
Em       D
আমি মর‌লে আমায় নিয়ে
A       Bm
ভাসাইও ভেলা। (২)
Bm
ছাইড়া গেল স্বজন সুজন
Em
তু‌মি তবু পা‌শে,
Bm        A
তোমার মতন এমন ক‌রে
D            Bm
আর কে ভা‌লোবা‌সে।
Bm
‌তোমার কায়া বড় মায়া
Em
ব‌টের ছায়া চো‌খে,
Bm        A
আগ‌লে রা‌খো বন্ধু আমায়
D         F#7
এই দু‌নিয়া থে‌কে।
     Bm
ও‌ বেহুলা
Em       D
আমি মর‌লে আমায় নিয়ে
A       Bm
ভাসাইও ভেলা। (২)
Bm
কা‌লো‌মে‌ঘে ডুব‌লো আকাশ
Bm
বজ্র হানাহা‌নি,
Bm
আকাশ জা‌নে তোমায় ভা‌লো
A       Bm
বা‌সি কতখা‌নি।
Bm
কা‌লো‌মে‌ঘে ডুব‌লো আকাশ
Bm
বজ্র হানাহা‌নি,
Bm
আকাশ জা‌নে তোমায় ভা‌লো
G       Bm
বা‌সি কতখা‌নি।
     Bm
ও‌ বেহুলা
Em       D
আমি মর‌লে আমায় নিয়ে
A       Bm
ভাসাইও ভেলা। (২)

Check out Musical Tips from our BLOG


Master all Chord Shapes easily with our Guitar and Ukulele Chord Tab Generator


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *