CHORDS: Vikings – Janala Khule Dao Chords on Piano & Ukulele

Chord Progression On Yallemedia.com Chords
These are the chords for Janala Khule Dao by Vikings on Piano, Ukulele, Guitar, and Keyboard
Ab
নিকষ কালো রাতের সাথে
Cm
মনের গহীন কোনে
        Db
চেপে রাখা ইচ্ছেটার
    Fm
ডাকাডাকি
Ab
জানি পরিণাম হবে না ভালো
Cm
তবু কেন মন
            Db
তোমার পথে পা বাড়ালো
    Fm
চুপিচুপি
Eb          Db
আগুনের ধ্বনি রক্তে শত
Eb         Db   Fm
ছুঁয়ে দিতে চায় ইচ্ছেমত
Eb            Db
চাওয়া না চাওয়ার দ্বন্দ্বে বিভোর
Eb     Db
তবু মন হারাচ্ছে
  Fm
অবিরত
  Cm
ক্রমাগত
Db  Eb
পরাজিত
       Ab
জানালা খুলে দাও
     Cm
ঘরের সব আলো নিভিয়ে দিয়ে
    Db
হাত বাড়াও
     Fm    Eb
আমার ভুলের আহ্বানে
         Ab
সীমানা তুলে নাও
      Cm
নিয়মের সব বাঁধা পেছনে ফেলে
     Db
ভেসে যাও
Fm     Eb
ভুলের আহ্বানে

Check out Musical Tips from our BLOG

Ab
তোমার দূরে থাকার মতো
Cm
সময়ের সব ক্ষত ভুলে যাই
Db
উষ্ণতার
   Fm
নিঃশ্বাসে
Ab
আমার যত না দেখা গল্প
Cm                  Db
তোমার ছুঁয়ে ছুঁয়ে আজ তা ফুরলো
    Fm
অবশেষে
Eb       Db
অস্থিরতায় আকাশ পাগল
Eb     Db
সীমাহীন সীমানা
   Fm
পরাজিত
Eb          Db
আগুনের ধ্বনি রক্তে শত
Eb       Db
ছুঁয়ে দেবার ইচ্ছে
  Fm
শত শত
  Cm
ক্রমাগত
Db  Eb
অবিরত

Master all Chord Shapes easily with our Guitar and Ukulele Chord Tab Generator

       Ab
জানালা খুলে দাও
     Cm
ঘরের সব আলো নিভিয়ে দিয়ে
   Db
হাত বাড়াও
     Fm    Eb
আমার ভুলের আহ্বানে
        Ab
সীমানা তুলে নাও
      Cm
নিয়মের সব বাঁধা পেছনে ফেলে
     Db
ভেসে যাও
Fm      Eb
ভুলের আহ্বানে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *