These are the chords for Janala Khule Dao by Vikings on Piano, Ukulele, Guitar, and Keyboard
Ab নিকষ কালো রাতের সাথে Cm মনের গহীন কোনে Db চেপে রাখা ইচ্ছেটার Fm ডাকাডাকি Ab জানি পরিণাম হবে না ভালো Cm তবু কেন মন Db তোমার পথে পা বাড়ালো Fm চুপিচুপি Eb Db আগুনের ধ্বনি রক্তে শত Eb Db Fm ছুঁয়ে দিতে চায় ইচ্ছেমত Eb Db চাওয়া না চাওয়ার দ্বন্দ্বে বিভোর Eb Db তবু মন হারাচ্ছে Fm অবিরত Cm ক্রমাগত Db Eb পরাজিত Ab জানালা খুলে দাও Cm ঘরের সব আলো নিভিয়ে দিয়ে Db হাত বাড়াও Fm Eb আমার ভুলের আহ্বানে Ab সীমানা তুলে নাও Cm নিয়মের সব বাঁধা পেছনে ফেলে Db ভেসে যাও Fm Eb ভুলের আহ্বানে
Check out Musical Tips from our BLOG
Ab তোমার দূরে থাকার মতো Cm সময়ের সব ক্ষত ভুলে যাই Db উষ্ণতার Fm নিঃশ্বাসে Ab আমার যত না দেখা গল্প Cm Db তোমার ছুঁয়ে ছুঁয়ে আজ তা ফুরলো Fm অবশেষে Eb Db অস্থিরতায় আকাশ পাগল Eb Db সীমাহীন সীমানা Fm পরাজিত Eb Db আগুনের ধ্বনি রক্তে শত Eb Db ছুঁয়ে দেবার ইচ্ছে Fm শত শত Cm ক্রমাগত Db Eb অবিরত
Master all Chord Shapes easily with our Guitar and Ukulele Chord Tab Generator
Ab জানালা খুলে দাও Cm ঘরের সব আলো নিভিয়ে দিয়ে Db হাত বাড়াও Fm Eb আমার ভুলের আহ্বানে Ab সীমানা তুলে নাও Cm নিয়মের সব বাঁধা পেছনে ফেলে Db ভেসে যাও Fm Eb ভুলের আহ্বানে
Leave a Reply