LAGNAJITA CHAKRABORTY – Bibaho Diaries – E Bhabe Golpo Hok Chords

These are the chords for Bibaho Diaries – E Bhabe Golpo Hok by LAGNAJITA CHAKRABORTY on Piano, Ukulele, Guitar, and Keyboard
[Intro]
D       G
uu uu u uu uu
D       A
uu uu u uu uu
D       G
uu uu u uu uu
D       A
uu uu u uu uu

[Verse 1]
D           A
একটা বারান্দায় আমি দাঁড়িয়ে ছিলাম
D
ছুঁড়ে ম্যাজিক চোখ
G         A
তাকিয়ে যেই চলে গেলে
D
শীতে আরাম দেয়
A
সেইরকমই চাদর
D
মেলে ফেলেছি
G         A
খেলার ছলে তোমার কোলে।
D         A
এভাবেই গল্প হয়
G      D
আমাদের রূপকথায়
D         A
এভাবেই গল্প হোক
G       D
আমাদের রূপকথায়।

[Interlude]
D       G
uu uu u uu uu
D       A
uu uu u uu uu
D       G
uu uu u uu uu
D       A
uu uu u uu uu

Check out Musical Tips from our BLOG

[Verse 2]
D           A
বাউণ্ডুলে দিন আর দুষ্টুমিরা
D             G           A
নিয়ে পৌঁছে দিক আমায় তোমার পুকুর পাড়ে
D          A
কাটব সাঁতার দেখব শ্যাওলা গাছে
D
রাজি হও যদি
G         A
খেলার ছলে তোমার জলে।
D         A
এভাবেই গল্প হোক
G       D
আমাদের রূপকথায়
D         A
এভাবেই গল্প হয়
G       D
আমাদের রূপকথায়।

[Verse 3]
D
কিছুটা ছেলেমানুষি
D
মেনেও তো ভালোবাসি
G       A        D
বলে কয়ে কথা দিয়ে যাও
D
দেখো না এনেছি সাথে
D
মধুমাখা দিনে রাতে
G     A    D
আমার মনের জোছনাও।
D         A
এভাবেই গল্প হোক
G       D
আমাদের রূপকথায়
D         A
এভাবেই গল্প হয়
G       D
আমাদের রূপকথায়।

Master all Chord Shapes easily with our Guitar and Ukulele Chord Tab Generator

[Verse 4]
D           A
একটা বারান্দায় আমি দাঁড়িয়ে ছিলাম
D
ছুঁড়ে ম্যাজিক চোখ
G         A
তাকিয়ে যেই চলে গেলে
D
শীতে আরাম দেয়
A
সেইরকমই চাদর
D
মেলে ফেলেছি
G         A
খেলার ছলে তোমার কোলে।
D         A
এভাবেই গল্প হয়
G      D
আমাদের রূপকথায়
D         A
এভাবেই গল্প হোক
G       D
আমাদের রূপকথায়।
D         A
এভাবেই গল্প হয়
G      D
আমাদের রূপকথায়
D         A
এভাবেই গল্প হোক
G       D
আমাদের রূপকথায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *