Tag: Metrolife

  • Metrolife – Tomra Jedin Shohore Ashbe Chords on Piano & Ukulele

    Metrolife – Tomra Jedin Shohore Ashbe Chords on Piano & Ukulele

    These are the chords for Tomra Jedin Shohore Ashbe by Metrolife on Piano, Ukulele, Guitar, and Keyboard
    [Verse]
    E
    শীত বিকেলের রোদ
    G#m
    ক্লান্ত সে অনুরোধ,
    F#m
    রেখে গেছে প্রেয়সীর
    B
    ওড়নাতে জলছাপ,
    E
    দোতালা বাসের ভীড়
    G#m
    বিষাদেই চৌচির,
    F#m
    জীবনের গল্পটা
    B
    ঝরে যায় চুপচাপ।
    
    [Pre-Chorus]
    G#m
    সে তো কানামাছি খেলা
    F#m
    ছুটির বিকেলবেলা,
    B
    উড়ে চলে হাওয়াতে
    A
    মিছে চাওয়াপাওয়াতে।
    

    Check out Musical Tips from our BLOG

    [Chorus] 2x
    E            G#m
    সুখগুলো বহুদূর, শহরতলীর বুক
    F#m        B
    শূন্যতা নির্জন আকাশে,
    A
    সিগারেটে আগুনটা
    C#m
    জ্বলে ওঠে শেষবার,
    B        G#m  E
    তারপর হয়ে যায় ফ্যাকাশে।
    
    [Verse 2]
    E             F#m
    আমাদের সুখগুলো উড়ে এসে নির্জনে
    G#m           E
    নীরবেই মিশে যায় আঙিনায়,
    E            F#m
    মৃত ঘাসফড়িঙের খণ্ডিত দেহে কী
    G#m              E
    রং খোঁজো বলো মিছে বাহানায় ?
    A              B
    তোমাদের চেনা মুখগুলো জানো কতদিন
    C#m             A
    মেঘ হয়ে ভাসেনি এ আকাশে।
    
    [Verse]
    E
    শীত বিকেলের রোদ
    G#m
    ক্লান্ত সে অনুরোধ,
    F#m
    রেখে গেছে প্রেয়সীর
    B
    ওড়নাতে জলছাপ,
    E
    দোতালা বাসের ভীড়
    G#m
    বিষাদেই চৌচির,
    F#m
    জীবনের গল্পটা
    B
    ঝরে যায় চুপচাপ।
    

    Master all Chord Shapes easily with our Guitar and Ukulele Chord Tab Genertor

    [Pre-Chorus]
    G#m
    সে তো কানামাছি খেলা
    F#m
    ছুটির বিকেলবেলা,
    B
    উড়ে চলে হাওয়াতে
    A
    মিছে চাওয়াপাওয়াতে।
    
    [Chorus] 2x
    E            G#m
    সুখগুলো বহুদূর, শহরতলীর বুক
    F#m        B
    শূন্যতা নির্জন আকাশে,
    A
    সিগারেটে আগুনটা
    C#m
    জ্বলে ওঠে শেষবার,
    B        G#m  E
    তারপর হয়ে যায় ফ্যাকাশে।